ঈশ্বরদীতে আগুনে মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১; সময়: ৪:০৩ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার ঈশ্বরদীতে বসতঘরে আগুন লেগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম ফোরকান মালিথা (৫০)। রোববার ভোর রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামে এই ঘটনা ঘটে। ফোরকান মালিথা সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদ আলী মোড় এলাকার মৃত ইছাহক আলী মালিথার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরকান এর কিছুটা মানসিক ভরিসাম্য ছিলো। বাড়িতে তিনি একাই থাকতেন। রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আরিফুল ইসলাম আরিফ জানান, স্থানীয়দের মাধ্যমে রোববার ভোররাতে খবর পেয়ে তারা আগুন নেভাতে যান। ঘটনাস্থলে পৌঁছে তাদের আগুন নিয়ন্ত্রণে নিতে ২০ মিনিট সময় লাগে। এরইমধ্যে আগুনে ফোরকানের সেমিপাকা ঘরের একটিমাত্র কক্ষ একেবারে পুড়ে যায়। ওই ঘরেই ফোরকান একাই থাকতেন। আগুন লাগার সময় ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, ফোরকান তার শোবার ঘরে প্লাষ্টিকের পুরোনো বোতল, ছেড়া পলিথিন ও ঝুট সংগ্রহ করে রাখতেন। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে এই অগ্নি কাণ্ড ঘটতে পারে। আগুনে ঘরের জিনিসপত্রের সঙ্গে তিনিও দগ্ধ হন। আগুনে তার পুরো শরীর পুড়ে যায়। ঘরে মশার কয়েল পাওয়া গেছে। পরে মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঈশ্বরদী থানা পুলিশে হস্তান্তর করে।

ঈশ্বরদী থানার ওসি সেখ মো: নাসীর উদ্দীন জানান, পরিবারের কোনো অভিযোগ ও দাবি না থাকায় স্বজনরা লাশটি দাফনের জন্য নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে