ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় লালপুরে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২১; সময়: ৭:৪১ অপরাহ্ণ |
ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় লালপুরে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোর জেলায় অনুমোদিত ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় লালপুর উপজেলায় স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে লালপুরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন পরিষদ। শনিবার (০৯ জানুয়ারি) গোপালপুরে পরিষদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন পরিষদের আহবায়ক তাহাজ উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, লালপুর উপজেলার নরেন্দ্রপুর কৃষি খামারে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মত সরকারের পর্যাপ্ত উঁচু সমতল আটশত একর জমি রয়েছে। যা সরকারকে ক্রয় করতে হবেনা আবার কোন বসতিও উচ্ছেদ করতে হবেনা।

এছাড়া সেখানে যোগাযোগের জন্য আকাশ পথ, রেলপথ, নদীপথ সহ আন্যান্য সকল সুবিধা বিদ্যমান রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব সুকুমার চন্দ্র সরকার, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সদস্য অধ্যক্ষ আকরাম হোসেন, ইনতাজ আলী, লালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ নাঈম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ওমর আলী বাদশা প্রমূখ।

  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে