প্রথম ধাপে দেশজুড়ে ৭০ হাজার দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১; সময়: ৪:৪৫ অপরাহ্ণ |
প্রথম ধাপে দেশজুড়ে ৭০ হাজার দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : ‘গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাড়ি’ মুজিব বর্ষ ও স্বাধিনতার রজতজয়ন্তীতে সরকারের সবচেয়ে বড় উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। প্রথম ধাপে দেশজুড়ে ৭০ হাজার ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

সেগুলোর কাজ শেষের দিকে। আগামী ২০ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সেবসব ঘর সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন।

আজ দুপুরে নওগাঁয় ত্রান গুদাম কাম দূর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান এমপি। এ সময় দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মোঃ মোহসীন, জেলা প্রশাসক হারুন অর রশিদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেখানেই বৃক্ষ রোপন করেন মন্ত্রী।

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে