শিবগঞ্জে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ১৩ হাজার মিটার রাস্তার শেষের পথে

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১; সময়: ৮:১৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ১৩ হাজার মিটার রাস্তার শেষের পথে

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় চলতি অর্থবছরে রাস্তা নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে রেকর্ড ভঙ্গ হতে চলেছে। চলতি অর্থবছরে পৌরসভার বিভিন্ন এলাকায় ১৩ কোটি ৭২ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে ২১টি এলাকায় ১৩ হাজার ১শ’ ৪৩ মিটার রাস্তা নির্মাণের কাজ শেষের পথে।

শিবগঞ্জ পৌরসভা অফিস সূত্রে জানা গেছে, মরদানা মুনলাইট ক্লাব হতে আলী হায়দায়ের বাড়ি পর্যন্ত ৩০ লাখ ৩৬ হাজার ৩৬ টাকা ব্যয়ে ২৫০মিটার রাস্তা, মরদানা জুনিয়ার স্কুল হতে আমিনুরের বাড়ি পর্যন্ত ১৯ লাখ ৮১ হাজার ১১৭ টাকা ব্যয়ে ৪৭০ মিটার রাস্তা, জালমাছমারী বিনপাড়া স্কুল হতে আমিনুরের বাড়ি পর্যন্ত ৩৬ লাখ ৫৪ হাজার ৩৯২ টাকা ব্যয়ে ৪৭০মিটার রাস্তা, জালমাছমারীর সাত্তারের বাড়ি হতে মনিরুলের বাড়ি পর্যন্ত ১৭ লাখ ৬০ হাজার ৪৮৫টাকা ব্যয়ে ৩শ’ মিটার, শিবগঞ্জ সিএন্ডবি হতে কঁচিকাচা।

বিদ্যানিকেতন পর্যন্ত ২৫ লাখ ৭০ হাজার ৮৬১ টাকা ব্যয়ে ৩৯৫ মিটার রাস্তা, শিবগঞ্জ বাজার কাঁড়িপট্টি হতে গাজী চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত ৩০ লাখ ৬৯ হাজার ৫৬ টাকা ব্যয়ে ৪০৬ মিটার রাস্তা, মারকাজ মসজিদ হতে জগন্নাথপুুর জুয়েলের বাড়ি পর্যন্ত ৪৯ লাখ ৯৪ হাজার ৩৬০ টাকা ব্যয়ে ৬শ’ মিটার রাস্তা, মরদানা বাগরইল হতে চিনা কালভার্ট পর্যন্ত ৮৪ লাখ ৩৫ লাখ ১৬৩ টাকা ব্যয়ে ৯শ’ মিটার রাস্তা, মরদানা কালভার্ট হতে ওহেদের বাড়ি পর্যন্ত ৭৩ লাখ ৬০ হাজার ৩৬২ টাকা ব্যয়ে ৮৫০ মিটার রাস্তা, কাঁড়িপট্টি হতে জাইদুল কমিশনারে বাড়ি পর্যন্ত ও জাইদুল কমিশনারের বাড়ি হতে বাইপাস পর্যন্ত ৬৩ লাখ ৮৮ হাজার ৩১৩ টাকা ব্যয়ে ৬শ’ মিটার রাস্তা, হাজীপাড়া হতে কবিরাজপাড়া পর্যন্ত, শিবগঞ্জ ঈদগাহের ড্রেন নির্মাণ পিঠালীতলার চেতুর বাড়ি হতে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত হাজারীডাঙ্গা হতে কালু মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় ৯শ’ মিটার ড্রেন নির্মাণ ও দেওয়ান জাইগীর মোড় হতে হাসাদুলের বাড়ি পর্যন্ত ড্রেনসহ মোট ১ কোটি ৫৫ লাখ, ৩৬ হাজার ১৪৯ টাকা ১৩৮০ মিটার রাস্তা, পিঠালীতলা মিনু মাস্টারের বাড়ি হতে খড়কটোলা পর্যন্ত ১ কোটি ৫৯ লাখ ১৪ হাজার ৪৩১ টাকা ব্যয়ে ১ হাজার মিটার রাস্তা, শিবগঞ্জ মাস্টারপাড়া হতে জিল্লার সচিবের বাড়ি হয়ে সিএন্ডবি পর্যন্ত ৫৯ লাখ ৮৭ হাজার ব্যয়ে ৪৫০ মিটার রাস্তা, ছোট চকদৌলতপুর জুম্মা মসজিদ হতে কদমতলা।

নাইমুলের বাড়ি পর্যন্ত ৭৮ লাখ, ৫৫ হাজার ৯৭৪ টাকা ব্যয়ে ৫৮৫ মিটার রাস্তা, শিবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের রাস্তা ও কেন্দ্রীয় গোরস্থান হতে বাইপাস পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৫৪৬ টাকা ব্যয়ে ১৩২০ মিটার রাস্তা, চকদৌলতপুর হতে ঝাকসুপাড়া পর্যন্ত ১ কোটি ৭২লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা ব্যয়ে ১৩৪০ মিটার ছোট চক দৌলতপুর মোড় হতে কঁচিকাচা স্কুল পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ১ হাজার ৬১০ টাকা ব্যয়ে ১১শ’ মিটার রাস্তা নির্মাণ ও সংস্কার করা হযেছে। শিবগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাদিকুল ইসলাম জানান, পৌরসভার প্রায় সবগুলো রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শেষের পথে।

সবগুলোর কাজ আগামী জুন মাসে শেষ হবে। বাকি আছে মাত্র ৩-৪ কিলোমিটার রাস্তা। যা সামনে অর্থবছরে কাজ সম্পন্ন করা হবে। তিনি জানান, শিবগঞ্জ পৌরসভাতে বিগত কয়েকটি মেয়াদের মধ্যে চলতি অর্থবছরেই সবচেয়ে রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ হয়েছে। যা ইতিপূর্বে কোন দিন হয়নি। বর্তমানে রাস্তার ক্ষেত্রে জনগনের কোন দূর্ভোগ থাকবে না। পৌর মেয়র কারিবুল হক বলেন, শিবগঞ্জ পৌরসভার রাস্তা উন্নয়নের ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করেছি এবং আল্লাহর রহমতে ও জনগনের দোয়ায় সফল হয়েছি। সুযোগ পেলে শিবগঞ্জ পৌরসভাকে ডিজিটাল পৌরসভায় পরিণত করবো।

  • 224
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে