রাণীনগরে অনুমোদনহীন চিকিৎসালয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১; সময়: ২:৩৫ অপরাহ্ণ |
রাণীনগরে অনুমোদনহীন চিকিৎসালয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে আবারো ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনুমোদনবীহিন চিকিৎসালয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুজাইল হিন্দুপাড়া গ্রামে অবস্থিত অর্শ্ব (পাইলস্) চিকিৎসালয়ে এ জরিমানা করা হয়। এসময় চিকিৎসার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রাংশ জব্দ করেছে আদালত। গত দেড় মাস আগে একই চিকিৎসালয়ে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

ভ্রাম্যমান আদালতের বিচারক রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম বলেন,কুজাইল হিন্দু পাড়া গ্রামে হাতুরে ডাক্তার একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে ৬শয্যা বিশিষ্ট চিকিৎসালয় খুলে অর্শ্ব (পাইলস্) রোগের চিকিৎসা করছেন। এমন সংবাদের ভিত্তিতে গত বছরের নভেম্বর মাসে অভিযান চালিয়ে হাতুরে ডাক্তার অমলা সরকারকে ৫ হাজার এবং বাসা ভারা দেয়ার অপরাধে বাসার মালিক লিয়াকত আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশও দেয়া হয়।

এর পর কিছু দিন বন্ধ থাকলেও পূনরায় আবারো কার্যক্রম শুরু করেছেন,এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আবারো অভিযান পরিচালনা করা হয়। এসময় তথাকথিত ডাক্তার অমলা সরকারকে ১০ হাজার এবং অনুমোদনবীহিন চিকিৎসালয়ে বাসা ভারা দেয়ার অপরাধে বাড়ির মালিক লিয়াকতকে ৩০ হাজার টাকা জরিমানা করে চিকিৎসালয় বন্ধের জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে। হাতুরে ডাক্তার অমলা সরকার একই এলাকার মৃত খোকনের স্ত্রী।

 

  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে