কাগজে কলমে থানা আছে, বাস্তবে নেই

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২১; সময়: ১০:৩২ অপরাহ্ণ |
কাগজে কলমে থানা আছে, বাস্তবে নেই

পদ্মাটাইমস ডেস্ক : রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়ায় কাগজে কলমে থানার উল্লেখ থাকলেও বাস্তবে থানা নেই বলে জানিয়েছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মীর মোদ্দাছেছর হোসেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে পলওয়েল পার্ক সম্মেলন কক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, কাগজে কলমে থানা আছে; বাস্তবে নেই। এমন একটি থানা আছে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে। ওই ইউনিয়নে ১৪ হাজার জনগণ বসবাস করেন। তাদের নিরাপত্তার বিষয় আছে দুঃখ-কষ্টসহ নানান সমস্যা। এ সময় তিনি ফারুয়ায় দ্রুত থানা নির্মাণ করা হবে বলে জানান ।

তিনি আরও বলেন, মাদকের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সকল প্রশাসন তৎপর রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপোষ নয়।

এ সময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফিউল্লাহ, অতিরিক্ত সদর পুলিশ সুপার মাঈন উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দৈনিক গিরিদর্পণের সম্পাদক একেএম মকসুদ আহমেদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ারুল আল হক প্রমুখ।

  • 61
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে