ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২১; সময়: ৯:১৭ অপরাহ্ণ |
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত

নিজস্ব প্রতিবেদক, ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি-ভিজিএফ দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১ জন ইউপি সদস্যের অনাস্থা আনয়নের বিষয়ে সরেজমিন তদন্ত হয়েছে।

সোমবার বিকালে তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে তদন্ত করেন। এসময় অভিযুক্ত চেয়ারম্যান লুৎফর রহমান বাবু, অভিযোগকারী ইউপি সদস্যগণ ও ভিজিডি-ভিজিএফ’র চাল বঞ্চিত নারীরা উপস্থিত ছিলেন।

ইউপি সদস্যরা জানান, ভিজিএফ’র চাউল আত্নসাতের অভিযোগে চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর বিরুদ্ধে জিআর নং- ৩০০/১৮ (ফুল) মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এমনকি ইউপি সদস্যদের সন্মানী ভাতার টাকাও আত্মসাৎ করেছেন তিনি। তাই আমরা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে স্থানীয় সরকার আইনের বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

এ প্রসঙ্গে চেয়ারম্যান লুৎফর রহমান বাবুকে প্রশ্ন করা হলে তিনি কোনো কথা বলবেননা জানিয়ে দ্রুত ইউনিয়ন পরিষদ ত্যাগ করেন। তদন্তকারী কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ জানান, তদন্ত চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য যে, সরকারী প্রকল্প ও ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিলের অর্থ আত্নসাত, চাকুরীর প্রলোভনে অর্থ আত্নসাত, ভিজিডি-ভিজিএফ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রেক্ষিতে গত ১ লা ডিসেম্বর ২০২০ তারিখ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অনাস্থা প্রস্তাব দাখিল করেন ওই ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য। এর প্রেক্ষিতে আজ তদন্ত অনুষ্ঠিত হয়।

  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে