কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নেয়ার অভিযোগে ভেকুমেশিন ও ট্রাক্টর জব্দ, জরিমানা
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০; সময়: ৭:৫৮ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুটি এস্কেভেটর (ভেকুমেশিন) ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের মোয়াই মাঠে অভিযান চালিয়ে এসব জব্দ করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক জানান, উপজেলার মোয়াই মাঠে এস্কেভেটর দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নেয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে এস্কেভেটর ও ট্রাক্টর ফেলে জড়িতরা পালিয়ে যান।
পরে সেখান থেকে দুটি এস্কেভেটর ও দুটি ট্রাক্টর জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
71