শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০; সময়: ৪:২৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বুধবার ভোরে শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর বাজারে খড়ি বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রলি চালকের মৃত্যু হয়। এদিকে বেলা সোয়া ১১টার দিকে মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর বাজারে ইট বোঝাই ট্রলি ও ট্রাকের সঙ্গে মুখোমূখী সংঘর্ষে আরও একজনের মৃত্যু।

নিহতরা হচ্ছে- শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুর রহিম (৩০) ও মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর বাজারের অদূরে খড়ি বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রলি উল্টে খড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় রহিম। অন্যদিকে ধোপপুকুর বাজারে ইট বোঝাই একটি মহাসড়কের উঠতে গিয়ে সোনামসজিদগামী একটি ট্রাকের সঙ্গে ট্রলির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই রেজাউলের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় (ঢাকা মেট্রো-ট-২২-১৪৯) ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশে হস্তান্তর করে। শিবগঞ্জ থানা ওসি ফরিদ হোসেন সড়ক দূর্ঘটনায় দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে