‘থার্টিফার্স্ট উদযাপনে আতশবাজি-উচ্চ শব্দে গান বাজানো থেকে বিরত থাকুন’

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০; সময়: ২:৪৬ অপরাহ্ণ |
‘থার্টিফার্স্ট উদযাপনে আতশবাজি-উচ্চ শব্দে গান বাজানো থেকে বিরত থাকুন’

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : করোনাভাইরাস পরিস্থিতে থার্টিফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উদযাপন উপলক্ষে উন্মুক্ত বা বাড়ির ছাদে কোনো অনুষ্ঠান, সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকতে বলেছেন আত্রাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

বুধবার সকালে ওসি তার নিজস্ব কার্যালয়ে আলোচনাকালে বলেন, সন্ধ্যার পর উন্মুক্ত স্থান বা বাড়ির ছাদে যে কোনো ধরনের নাচ- গান ও ডিজে পার্টির আয়োজন থেকে বিরত থাকুন। যে কোনো ধরনের আতশবাজি ও ফটকা ফুটানো উচ্চস্বরে হর্ণ বাজানোসহ বিকট শব্দে ও বেপড়োয়া গতিতে গাড়ি, মোটর সাইকেল চালানো পরিহার করতে বলেন তিনি।

খোলা পিকআপ, ভ্যানে সাউন্স সিষ্টেম লাগিয়ে পাড়া মহল্লায় ঘুরেঘুরে উচ্চ সাউন্ডে গান বাজানোসহ জন-নিরাপত্তা ও শান্তি- শৃঙ্খলা বিঘ্নিত হয় এ ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে নিজেদের বিরত থাকার আহবান জানান।

  • 660
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে