ইউপি সদস্যের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের মামলা

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০; সময়: ১:৫২ অপরাহ্ণ |
ইউপি সদস্যের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের মামলা

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে ইউপি চেয়ারম্যানের ছেলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবীর ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন বাদী হয়ে একই ইউনিয়নের সদস্য মাজেদুল ইসলামসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার কুন্দ্রগ্রাম ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এসএম বেলাল হোসেনের ছেলে ইপ্তিখার আহম্মেদ তাওহীদের কাছে ইউপি সদস্য মাজেদুল ইসলামসহ ওই এলাকার বেশ কয়েকজন চাঁদা দাবী করে আসছিলো। এক পর্যায়ে গত ১৭ ডিসেম্বর বেলা ১২ টায় সরোয়ার নামের এক ব্যাক্তির মোটরসাইকেলে চেয়ারম্যানের ছেলে তাওহীদ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করার জন্য কড়ই বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে লদাপাড়া মোড় নামক স্থানে পৌছালে আসামীরা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদার টাকা দিতে না পারলে তাকে অপহরন করা হবেসহ হত্যার হুমকি দেয়।

এসময় তিনি চিৎকার করলে স্থানিয়রা ছুটে এলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় সোমবার রাতে ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন বাদী হয়ে ইউপি সদস্য মাজেদুল ইসলাম, আফজাল, বিপ্লব ও রফিকুলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের তৎপরতা চালানো হচ্ছে।

  • 44
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে