ট্রাক-মাইক্রো সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০; সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ |
ট্রাক-মাইক্রো সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

পদ্মাটাইমস ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে ট্রাকে ধাক্কা লেগে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রাম এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মাইক্রোবাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার হাজী আব্দুল জলিলের ছেলে সুনাম মিয়া, একই এলাকার কুনু মিয়ার ছেলে রাজন ও ঘটনাস্থলের পাশের সুজা মিয়ার কলোনির পিকআপ চালক মঞ্জু মিয়ার ছেলে হাছান। এছাড়া তাৎক্ষণিক নিহত আরেক যাত্রীর পরিচয় যাওয়া যায়নি।

গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, বুধবার ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই ট্রাকটিকে মাইক্রোবাসটি পেছন দিক থেকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মাইক্রোবাসের তিনজন যাত্রী ঘটনাস্থলে মারা যান। এছাড়া সিলিন্ডার বিস্ফোরণের সময় ঘটনাস্থলের পাশের সুজা মিয়ার কলোনিতে বসবাসরত হাছান নামে এক শিশু মারা যায়। গাড়ির একটি টুকরো প্রায় ১০০ গজ দূরে উড়ে গিয়ে বাসার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটির গায়ে পড়ে। পরে হাসপাতালে নেয়ার পথে ওই শিশুটির মৃত্যু হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে