বাড়িতে হামলায় বাবা ও মেয়ে আহত

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০; সময়: ৮:০৪ অপরাহ্ণ |
বাড়িতে হামলায় বাবা ও মেয়ে আহত

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে পদুয়া গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা ভাংচুর করা হয়েছে। হামলাকারীরা এসময় গৃহকর্তা সাহেব আলী ও তার মেয়ে সানজিদা আক্তারকে বেধম মারধর করে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্রয়সূত্রে জমির মালিক ক্ষতিগ্রস্থ গৃহকর্তা সাহেব আলী বাদী হয়ে মঙ্গলবার একই গ্রামের শাহজাহান, আমির হোসেন, রুহুল আমিন গংদের বিরুদ্ধে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, পদুয়া গ্রামের প্রবাস ফেরত সাহেব আলী ২০০৭ সালে জনৈকা শিউলী বেগমের নিকট হইতে পদুয়া গ্রামে নিজ বাড়িতে দেড় শতাংশ জমি ক্রয় করে সীমানা নির্ধারন করে শান্তিপূর্ন ভাবে বসবাস করে আসছে।

কিন্তুু মঙ্গলবার সকালে হঠাৎ করে বাদী সাহেব আলীর দখলীয় বাড়ির টিনের সীমানা ভাংচুর করে প্রতিপক্ষ শাহজাহান গংরা। এসময় হামলাকারীরা তার গৃহে প্রবেশ করে ভাংচুর, সাহেব আলী ও তার মেয়ে সানজিদা আক্তারকে মারধর করে এবং গৃহে থাকা স্টিলের আলমারি ভেঙ্গে নগদ টাকা, ২টি আংটি, আট আনা ওজনের স্বর্নের চেইন নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন।

বর্তমানে প্রতিপক্ষ লোকজন বাদীর পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি প্রদর্শন করছে বলেও ক্ষতিগ্রস্থ পরিবার জানান। এ ঘটনায় প্রতিপক্ষ শাহজাহান গংদের বক্তব্য জানতে মোবাইলে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে