বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজে পুনর্মিলনী

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০; সময়: ৪:২৫ অপরাহ্ণ |
বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজে পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের এসএসসি-১৯৯১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ মাঠে বন্ধুত্বের অটুট বন্ধনে-৯১ এর আয়োজন করে।

বন্ধুদের পরিবার ও কর্মক্ষেত্রের পরিচয়, স্মৃতি চারণ, ১০জন শিক্ষককে সংবর্ধনা, অভিজ্ঞতা বিনিময়, পরিবারের নতুন অতিথিদের গান, কবিতা, নাচ ও সাংস্কৃতিক প্রতিযোতার মধ্যদিয়ে দিনব্যাপি চলে অনুষ্ঠান। স্মৃতিচারণের সময় বন্ধু-বান্ধবীরা একত্রে ফিরে যায় সেই কৈশরে। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

কলেজ অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তৎকালীন প্রধান শিক্ষক (বতর্মমান অবসরপ্রাপ্ত) গৌরপদ মন্ডল। অনুষ্ঠানটির উমিরুল ইসলাম আহ্বায়ক এবং সোনাতন ঘোষ পরিচালকের দায়িত্ব পালন করেন । সার্বিক তত্বাবধান করেন শামসুজ্জোহা সাহেব, লক্ষণ দাস, ওমর ফারুক, জহুরুল ইসলাম, সাহাবুল ইসলাম প্রমুখ।

  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে