শিবগঞ্জে ২১৬০ অসহায় পরিবার পেলেন কম্বল-শুকনো খাবার

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০; সময়: ৪:২৭ অপরাহ্ণ |
শিবগঞ্জে ২১৬০ অসহায় পরিবার পেলেন কম্বল-শুকনো খাবার

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২ হাজার ১৬০টি হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল, চাল, ডাল, তেল ও লবণসহ বিভিন্ন প্রকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কম্বল ও শুকনো খাবার তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, জননেত্রী প্রধামন্ত্রী শেখ হাসিনা অসহায়-দুস্থ শীতার্ত পরিবারের পাশে রয়েছে। পর্যাপ্ত শীতবস্ত্র মজুদ রয়েছে জানিয়ে শিগগির ছিন্নমুল মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেয়া হবে।

এ সময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে