নিয়ামতপুরের তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার শরিফুলের গীর্জা পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২০; সময়: ৫:৪৫ অপরাহ্ণ |
নিয়ামতপুরের তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার শরিফুলের গীর্জা পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুন সমাজসেবক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন চার্চ (গীর্জা) পরিদর্শন করেন। পাশাপাশি গীর্জায় ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদান, মাস্ক ও নতুন বছরের ক্যালেন্ডার প্রদান করেন।

শুক্রবার বেলা ২টা হতে ইউনিয়নের সবচেয়ে বড় গীর্জা কুমরইল গীর্জা পরিদর্শন দিয়ে শুরু করে সারা বেলা বিভিন্ন গীর্জা পরিদর্শন করেন।

এ সময় তাঁর পরিদর্শন সঙ্গী ছিলেন ভাবিচা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য জামশেদ আলম, আব্দুল কুদ্দুস, মঞ্জুর আলী, প্রফুল্ল, শিমুল, সাইদুর, যতিন, সেলিম রেজা প্রমুখ।

পিিরদর্শন কালে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম বলেন, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে চাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করে আপনাদের প্রতিনিধি নিযুক্ত করেন তাহলে সুখে দুঃখে আপনাদের পাশে থেকে কাজ করে যাবো। ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন তৈরী করবো। আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

  • 125
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে