পাবনায় মাদকাসক্ত বন্দিকে স্বাভাবিক জীবনে ফেরাতে ব্যতিক্রমি উদ্যোগ

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০; সময়: ৫:১১ অপরাহ্ণ |
পাবনায় মাদকাসক্ত বন্দিকে স্বাভাবিক জীবনে ফেরাতে ব্যতিক্রমি উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় মাদকাসক্ত বন্দিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এক বন্দিকে রিক্সা প্রদান করা হয়েছে। কারা কর্তৃপক্ষের সহায়তায় ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে সমাজসেবা বিভাগের অঙ্গ প্রতিষ্ঠান অপরাধী সংশোধন পুর্নবাসন সংস্থা।

তারা এই বন্দিকে সমাজে পুর্নবাসনের জন্য এই রিক্সা প্রদান করেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে মুক্তি পাওয়া আমিনপুর থানার শ্যামসুন্দর গ্রামের বন্দি সুমন আলীকে একটি নতুন রিকশা প্রদান করা হয়।

এ সময় পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহেদ নেওয়াজ, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক রাশেদ কবীর, জেল সুপার শাহ আলম খান, সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার মো. শায়েখ ইবনে পল্ল্ব উপস্থিত ছিলেন।

পাবনা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদ কবীর জানান, পাবনা কারাগার থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় আছেন ৭ জন বন্দি। পর্যায়ক্রমে তাদের রিক্সা গাড়ী প্রদান করে পুর্নবাসন করা হবে।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে