পাবনায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০; সময়: ৫:১০ অপরাহ্ণ |
পাবনায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় মহিলা বিষয়ক অধিদপ্তর এর নিবন্ধিত স্বেচ্ছা সেবী মহিলা সমিতি সমূহের মাঝে ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে শহরের পিসিসিএস এর হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি এসব চেক বিতরণ করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়ন ও নারীর অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। নারীরা যাতে পিছিয়ে না থাকে সে জন্য তাদের এগিয়ে নিতে কাজ করছে শেখ হাসিনা সরকার।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কানিজ আইরিন জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন, জাতীয় মহিলা সংস্থার পাবনার চেয়ারম্যান শামিমা শিরিন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য অ্যাডভোকেট কানিজ ফাতেমা পুতুল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক নিহার আফরোজ জলি প্রমূখ। অনুষ্ঠানে ১১৪ জনের মাঝে ৩৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে