রাণীনগের কৃষি জমিতে পুকুর খননে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০; সময়: ৪:১৬ অপরাহ্ণ |
রাণীনগের কৃষি জমিতে পুকুর খননে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে কৃষি জমিতে পুকুর খননের সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জমির মালিকের ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার চকার পুকুর (ঘোলা পুকুর) গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাসেদুল ইসলাম বলেন, চকার পুকুর গ্রামে ভূমি আইন উপেক্ষা করে ফসলী জমিতে পুকুর খনন করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জমির মালিক ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুর রহিম (৫২) কে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় স্কেবেটার (ভেকু) মেশিনের বেশ কিছু যন্ত্রাংশ খুলে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে মেশিন মালিক মুচলেখা দিয়ে যন্ত্রাংশগুলো ফিরে নিয়ে যান।

  • 48
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে