সান্তাহারে অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২০; সময়: ৯:৫৮ অপরাহ্ণ |
সান্তাহারে অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার সান্তাহারে একটি খামারের পাশে ছাড়পত্র ছাড়াই ডিস্টিল ওয়াটার তৈরি করে বিক্রি হচ্ছে। স্থানীয় একব্যাক্তি এসব ওয়াটার প্লাস্টিকের জারে ভরে ‘এম-ভলভো’ নামের সিল লাগিয়ে বাজারজাত করছে। বিভিন্ন যানবাহনের ব্যাটারিতে এসব ব্যবহার করা হচ্ছে।

বুধবার ২৩ ডিসেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের সান্তাহার ইউপির ছাতনী-ঢেকড়া এলাকায় ল্যাইসেন্সবিহীনভাবে গড়ে ওঠা ওই কারখানায় অভিযান চালিয়ে প্রস্তুতকারির ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক এ রায় দেন।

তিনি জানান, ডিসটিল ওয়াটার পরিশোধক ও প্রক্রিয়াজাতকরণ ওই কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং কোনরূপ ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ভ্রাম্যমান আদালতে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

  • 50
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে