নওগাঁয় তথ্য আপার উঠান বৈঠক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২০; সময়: ৯:২৪ অপরাহ্ণ |
নওগাঁয় তথ্য আপার উঠান বৈঠক

জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা দ্বারা বাস্তবায়িত তথ্য আপা প্রকল্প আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের শৈলকুপা এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গ্রামীণ সুবিধাবঞ্চিত ৫০ জন নারীর মাঝে কম্বল এবং নগদ অর্থ প্রদান করা হয়।

বৈঠকের আয়োজন করেন তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। তিনি বলেন- গত মার্চ মাসের পর করোনা মহামারীর কারণে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর ডিসেম্বর মাস থেকে পুনরায় শুরু হয়েছে উঠান বৈঠক ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মাহমুদ আকতার। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্যসেবা সহকারী নীলিমা আফরোজ, তানিয়া সুলতানা এবং নারী উদ্যোক্তা পারুল আক্তার, মর্জিনা পারভীন প্রমুখ।

বক্তারা বলেন- দুঃস্থ মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, অনলাইন সেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, আইনের সহায়তা সহ ঘরে ঘরে সব ধরনের সেবা পৌঁছে দিচ্ছে তথ্য আপা। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তথ্য আপা।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে