নিয়ামতপুরে মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২০; সময়: ৩:০৯ অপরাহ্ণ |
নিয়ামতপুরে মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : তরুন সমাজসেবক শহিদুল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অসহায় দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হাসান রানা।

সাবেক ছাত্রলীগ নেতা তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন সুমন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধার সন্তান আশরাফুৎদৌলা মিলন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল রেজা খোকন, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ন কবির, যুবনেতা নাসির উদ্দিন।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ শুধু জাকজমকভাবে অনুষ্ঠান করলেই হবে না, প্রত্যেককের মনের মধ্যে মুজিব আদর্শ লালন করতে হবে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরো বলেন, ৭১ এর পরাজিত শক্তিরা আবারো মাথা চাড়া দিয়ে এদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই তো তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সেই ৭১ এর পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে। আলোচনা শেষে অসহায় দুঃস্থ্যদের মাঝে প্রায় ২ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে