নওগাঁয় ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক হস্তান্তর

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২০; সময়: ২:৫১ অপরাহ্ণ |
নওগাঁয় ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় মঞ্জুরীকৃত ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য ভুমি অধিগ্রহণের ক্ষতিপুরনের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল বেলা ১২টায় প্রকল্পস্থল শহরের বাইপাস সড়ক সংলগ্ন খলিসাকুড়িতে ১৮ জন ভুমির মালিকদের নিকট ১৮ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ১০২ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ এই চেক বিতরন করেন।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি মোঃ নাহারুল ইসলাম, জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটুসহ প্রশাসনের কর্মকর্তা, ভ’মি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ব্যাক্তিবর্গ ও ভ’মি অধিগ্রহনের মালিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নওগাঁ ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য ঐ মৌজায় মোট ৮ একর ( ৮শ শতক ) ভুমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহনকৃত ভমির মোট মুল্য ধার্য করা হয়েছে ৪২ কোটি ৯০ লক্ষ ৫ হাজার ৫শ ৪ টাকা ৯৯ পয়সা।

এর মধ্যে এই অনুষ্ঠানে অবশিষ্ট ভুমি নিয়ে কিছু অভিযোগ থাকায় সেগুলোর ক্ষতিপুরনের চেক হস্তান্তর স্থগিত রয়েছে। অভিযোগগুলো নিষ্পত্তি হলে তা বিতরন করা হবে বলে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে