সীমান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির কালো পতাকা উত্তোলন

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২০; সময়: ৩:১৮ অপরাহ্ণ |
সীমান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির কালো পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপি কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছে।

সোমবার সকালে ইবি রোডস্থ জেলা বিএনপির অফিসে কালো পতাকা উত্তোলন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী হত্যার ঘটনা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। এতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা আতংক হয়ে দাঁড়িয়েছে। যা বেদনাদায়ক, লজ্জার ও নিন্দনীয়ই নয়, বাংলাদেশ সরকারও এর দ্বায় এড়াতে পারে না।

  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে