বেলকুচিতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র দাখিল করলেন আশানুর

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০; সময়: ৯:৫৩ অপরাহ্ণ |
বেলকুচিতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র দাখিল করলেন আশানুর

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেগম আশানুর বিশ্বাস মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোববার দুপুরে বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হকের কাছে দলীয় নেতাদের সাথে নিয়ে তা দাখিল করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, দলের নেতা আতাউর রহমান রতন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বর্তমান পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস বলেন, আমি শতভাগ নিবেদিত হয়ে পৌর মাতা হিসেবে মানুষের জন্য কাজ করেছি। রাস্তা-ঘাট, অবকাঠামো উন্নয়ন সহ যেকোন সমস্যায় দল-বল নির্বিশেষে আমাকে পাশে পেয়েছে পৌরবাসী। তাদের দাবীও ছিল আমার বাকি উন্নয়ন কাজ গুলো সমাপ্ত করতে নৌকার মাঝি হতে। মাননীয় প্রধানমন্ত্রী মানুষের চাওয়াকে প্রধান্য দিয়ে আমাকে দলের মনোনয়ন দিয়েছেন। আশা করছি আগামী ১৬ জানুয়ারী বিপুল ভোট দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকাকে বিজয়ী করবে ইনশাল্লাহ। আর এ নৌকা জয়ের আশির্বাদ নিয়ে মানবতার কল্যাণে সাড়া জীবন নিবেদিত থাকবো বলে ওয়াদা করছি।

এর আগে রোববার সকালে বেগম আশানুর বিশ্বাস উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হজরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) মাজার জিয়ারত করেন।

এছাড়া জেলার তাঁত শিল্প সমৃদ্ধ আর আলোচিত বেলকুচি পৌর নির্বাচনে বিএনপি মনোনীত আলতাফ হোসেন ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সাজ্জাদুল হক রেজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া সংরক্ষিত নারী কমিশনার পদে ১৬ জন, কমিশনার পদে ৪৩ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
বেলকুচি পৌরসভার এবারের নির্বাচনে মোট ভোটার ৫৩ হাজার ৩৪৬ জন, এর মধ্যে মহিলা ভোটার ২৬,০৪৮ জন।

  • 125
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে