বাড়িতে হামলা ভাংচুর নারীসহ আহত ৫

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০; সময়: ৯:৪৬ অপরাহ্ণ |
বাড়িতে হামলা ভাংচুর নারীসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : কচুয়া উপজেলার বাইছারা গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে রবিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা, ভাংচুর ও মারধর করে অন্তত ৫জনকে গুরুতর আহত করেছে। হামলায় আহতরা হচ্ছেন, ওই গ্রামের শাহানারা বেগম, শামীমা আক্তার, খাদিজা আক্তার মুন্নী, তাহমিনা আক্তার ও ফেরদৌস আক্তার। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে রবিবার রাতে শাহানারা বেগম বাদী হয়ে একই গ্রামের প্রতিপক্ষ সামি পাটওয়ারী, শাহজাহান পাটওয়ারী, আবুল কালাম আজাদ পাটওয়ারী ও লাইলী ইয়াসমিনকে অভিযুক্ত করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, শাহানারা বেগমের স্বামী বশিরুল পাটওয়ারী প্রায় ৪বছর পূর্বে ২ ছেলে ও ৫ মেয়ে রেখে মৃত্যু বরণ করেন। মৃত্যুর পর ছেলে মেয়েদের ওয়ারিশ জায়গা থেকে বঞ্চিত করার জন্য প্রতিপক্ষরা বিভিন্ন ভাবে পায়ঁতারা করেন। এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের উপর প্রতিপক্ষরা অণ্যায় ভাবে নির্যাতন চালায়। পূর্ব বিরোধের জের ধরে ঘটনার দিন দুপুরে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে প্রতিপক্ষরা তাদের কিল-ঘুষি মেরে ফুলা জখম করে।

এসময় হামলাকারীরা দেশীয় লাঠিসোটা দিয়ে শাহানারা বেগমের বসতঘরের জানালা থাই গ্লাস ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিবাদীরা বর্তমানে বাদী পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগে উল্লেখ করেন।

ঘটনার পর কচুয়া থানার এএসআই মো: সফিকুল ইসলাম সফি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে