পত্নীতলায় বিজিবি দিবস উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০; সময়: ৯:২৬ অপরাহ্ণ |
পত্নীতলায় বিজিবি দিবস উদযাপন

মাসুদ রানা, পত্নীতলা : পত্নীতলা ব্যাটালিয়ন ( ১৪ বিজিবি) সদর দপ্তরে নানা আয়োজনে বিজিবি দিবস ২০২০ উদযাপন করা হয়েছে।

রবিবার ( ২০ ডিসেম্বর) স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশের পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

দিনের শুরুতে ব্যাটাঃ সদরে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি, আনুষ্ঠানিকভাবে বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন। এরপর সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ, পিলখানা, ঢাকায় আয়োজিত বাহিনীর মহাপরিচালকের বিশেষ দরবার ভিডিও কনফারেন্সিং সিষ্টেমের মাধ্যমে ব্যাটাঃ সদরে প্রদর্শিত হয়।

এছাড়াও বিজিবি দিবস উপলক্ষে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধিনায়কের বিশেষ দরবার ও পরে প্রীতিভোজের আয়োজন করা হয়।

বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানে পত্নীতলা ব্যাটালিয়নের সকল অফিসারগণ, জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে