শিবগঞ্জে স্কুল পরিদর্শনে ডিডি ও অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০; সময়: ৯:০৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে স্কুল পরিদর্শনে ডিডি ও অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁচটি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মনিটরিং) সেলিনা খাতুন।

রোববার দিনব্যাপি রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয় ও দাদনচক বেল আফরোজ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি স্কুল পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দিকনিদের্শমুলক বক্তব্য দেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলাসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অরপর দিকে, ২০২০-২০২১ অর্থবছরের আওতায় ১ম পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করেন পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দীন। এ সময় ১নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ও ৬নং ওয়ার্ড সদস্য মো. কাইয়ম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির নারী ও পুরুষ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে