হোটেলের নোংরা পরিবেশ ও মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণের জরিমানা

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২০; সময়: ৪:০৩ অপরাহ্ণ |
হোটেলের নোংরা পরিবেশ ও মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান না করায়, হোটেলে নোংরা পরিবেশ, পরিমাপ ঠিক না থাকায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।

শনিবার সকালে (৫ ডিসেম্বর) উপজেলার জামতৈল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জনকে মোট ৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন সিরাজগঞ্জ জেলার এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

তিনি জানান, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম ও সামাজিক দূরত্ব মেনে চলা, পরিমাপে যেন কেউ কারচুপি না করতে পারে, খাবারের দোকান গুলোতে পরিবেশ ঠিক রাখা সহ সামাজিক বিষয় গুলো নিশ্চিত করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এদিকে কামারখন্দ উপজেলা প্রশাসন করোনা থেকে বাঁচতে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করাসহ নানা সচেতনতা বিষয় নিয়ে কাজ করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে