শ্রদ্ধা ও ভালবাসায় সমাহিত হলেন জনপ্রিয় শিক্ষক হালিমুজ্জামান

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০; সময়: ৮:২৬ অপরাহ্ণ |
শ্রদ্ধা ও ভালবাসায় সমাহিত হলেন জনপ্রিয় শিক্ষক হালিমুজ্জামান

আবু মুছা স্বপন, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সমাহিত হলেন ধামইরহাটের জনপ্রিয় শিক্ষক ও রাজনৈতিক নেতা দেওয়ান হালিমুজ্জামান হেলাল (৬৬)।

মৃতের নিকটাত্নীয় আ.ন.ম আফজাল হোসেন জানান, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত কড়ইডাঙ্গা গ্রামের দেওয়ান মরহুম আইয়ুব আলী মাস্টারের ছেলে দেওয়ান হালিমুজ্জামান হেলাল ডায়াবেটিস, কিডনী, হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ ডিসেম্বর বিকেলে শেষ নিম্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ গ্রামের খোলা মাঠে তাঁর নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম হালিমুজ্জামান হেলাল জীবদ্দশায হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শরীরর্চ্চা শিক্ষকের দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন এবং

ইতিপূর্বে তিনি ১নং ধামইরহাট ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত জগদল ফারাজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন। দাফনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, মরহুমের বড় ভাই এড.নজমূল দেওয়ান, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী কবির দেওয়ান, সাবেক ইউপি চেয়ারম্যান এড.আইয়ুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, মরহুমের শ্যালক ও সহকারী অধ্যাপক (বাংলা) আবু নাছের মো. আফজাল হোসেন, পৌর আ’লীগের সভাপতি মো. আ. মুকিত কল্লোল, জগদল ফারাজিয়া মাদরাসার সুপার মো. নজরুল ইসলাম প্রমুখ।

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে