সরকার অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছে: ডা. শিমুল এমপি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০; সময়: ৮:৪৪ অপরাহ্ণ |
সরকার অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছে: ডা. শিমুল এমপি

আতিক ইসলাম সিকো, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেছেন, বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে স্কুল ও কলেজে পয়:নিষ্কাশন, বৈদ্যুতিক সরবরাহসহ চারতলা একাডেমিক ভবন নির্মাণ করছে।

তিনি বৃহস্পতিবার দুপুরে সাহাপাড়া পারভীন স্মরণী কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিকভাবে অগ্রসর দেশ গঠনে দক্ষ মানবসম্পদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। জনগণকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বিজ্ঞান, প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার প্রতি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, যাতে তারা পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সমানতালে চলতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ১০০টি উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এতে ৬ হাজার ৪০০ শিক্ষক ও কর্মচারীর কর্মসংস্থান হয়েছে। অবশিষ্ট ৩২৯ উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠায় ইতোমধ্যে ২০ হাজার ৫২৫ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলায় অচিরেই কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার নির্মাণ কাজ শুরু হবে। প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একাডেমিক ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

অধ্যক্ষ সারওয়ার জাহান সেরফানের সভাপতিত্বে ও প্রভাষক মমতাজ বেগমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী সিভিল তৌাহিদুজ্জামান, কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবদুস সোবহান মধু ও মনাকষা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অন্যরা। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে