ধামইরহাটে ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন স্থানে অর্থদন্ড

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০; সময়: ২:৪২ পূর্বাহ্ণ |
ধামইরহাটে ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন স্থানে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে রাখা ও বিক্রির দায়ের করা হয়েছে অর্থদন্ড, কোভিড-১৯ কালীন সময়ে এই অভিযান পরিচালনা করায় উপজেলা প্রশাসনকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী, ফিরে এসেছে জনমনে স্বস্তি।

ভ্রাম্যমান আদালতের পেস কার মেহেদী হাসান জানান, ২৯ নভেম্বর দুপুরে ধামইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ’র নেতৃত্বে ধামইরহাট বাজারে মুদি দোকান, মিস্টির দোকান, ঔষুধের দোকানসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য, মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ও ৫১ ধারায় মহাদেবপুর মিস্টান্ন ভান্ডার থেকে ৩ হাজার টাকা দেওয়ান ফার্মেসীকে দেড় হাজার টাকা, রিয়াদ মসলা স্টোরকে ৩ হাজার টাকা ও সিহাব ভ্যারাইটি স্টোরকে ২ হাজার সহ মোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ।

এলাকাবাসী ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে ধামইরহাট উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ বলেন, ‘উপজেলা প্রশাসন সব সময় ধামইরহাটের সার্বক্ষনিক নিরাপত্তা ও কোভিড-১৯ কালীন বৈশ্বিক মহামারী থেকে সচেতন করতে সাধারণ মানুষ প্রচার-প্রচারনা ও বিভিন্ন সচেতনতামুলক লিফলেট বিতরণ করে যাচ্ছে, আমরা সকলেই নিজ নিজ সুরক্ষায় স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানাচ্ছি।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে