শিবগঞ্জের রাধাকান্তপুর কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০; সময়: ২:০৮ পূর্বাহ্ণ |
শিবগঞ্জের রাধাকান্তপুর কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর ডিগ্রি কলেজে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার বিকেলে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভায় গর্ভনিং বডির সভাপতি মহা. ব্রাইনির ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য।
অধ্যাপক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপসহকারী প্রকৌশলী (সিভিল) তোহিদুজ্জামান, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান এনামুল হক আলম ও রবিউল ইসলামসহ অন্যরা।
শেষে সংসদ সদস্য- কলেজে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন।

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে