আদমদীঘিতে স্ত্রীর তালাকনামা পেয়ে স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০; সময়: ১১:২৯ অপরাহ্ণ |
আদমদীঘিতে স্ত্রীর তালাকনামা পেয়ে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর দেয়া তালাকনামা হাতে পেয়ে স্বামী আবদুস সবুর তালুকদার (৪২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। রোববার বেলা ১১টায় উপজেলার শালগ্রামে নিজ শয়ন ঘরের তালার তীতের সাথে দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। সবুর শালগ্রামের ইসমাইল তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবদুস সবুর তালুকদার প্রবাস থেকে ফিরে আসার পর থেকে স্ত্রীর সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে গত ৫ মাস আগে তার স্ত্রী রোজ বেগম তাকে এবং তিন সন্তানকে রেখে অন্যত্র বিয়ে করেন। এরপর গত ৪/৫দিন আগে সবুরকে দেয়া তালাকনামা পাঠিয়ে দেয়। তালাকনামা হাতে পেয়ে স্ত্রী ওপর অভিমান করে রোববার বেলা ১১টায় নিজ শয়ন ঘরের তালার তীতের সাথে দড়ি দিয়ে সবুর আত্মহত্যা করেন। খবর পেয়ে আদমদীঘি সার্কেলের সহকারি পুলিশ সুপার কেএইচএম এরশাদ খান ও থানার ওসি জালাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যাক্তি স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে