চশমা পরা হনুমান!

প্রকাশিত: ২৯-১১-২০২০, সময়: ১২:৩৬ |
Share This

পদ্মাটাইমস ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চশমা পরা হনুমান উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে বেঁধে রাখা চমশা পরা হনুমানটি উদ্ধার করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

এর আগে শুক্রবার বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে লোকালয়ে বেরিয়ে আসে ওই হনুমানটি। গ্রামের সিরাজ মিয়া হনুমানটিকে দেখতে পেয়ে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

স্থানীয়রা জানান, ভাসানীগাঁও গ্রামে সিরাজ মিয়া শুক্রবার বিকালে চশমা পরা হনুমানটি নিজ বাড়ির পাশে দেখতে পান। লোকজনের সহযোগিতায় চশমা পরা হনুমানটিকে আটক করে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখেন তিনি।

শনিবার সন্ধ্যায় খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ভাসানীগাঁও থেকে চশমা পরা হনুমানটি উদ্ধার করে।

লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালিব আলী জানান, আটক চশমা পরা হনুমানটিকে উদ্ধার করা হয়েছে। সেটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে