রাণীনগরে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০; সময়: ৭:২৮ অপরাহ্ণ |
রাণীনগরে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক পরিবারের উদ্যোগে শনিবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম।

এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহানা ফেরদৌস, সহ-সভাপতি মনোরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক আফতাব হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে নব-নির্বাচিত সাংসদ আনোয়ার হোসেন হেলালকে সংবর্ধণা দেওয়া হয়। এ ছাড়াও সদ্য অবসরপ্রাপ্ত দুই প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে