মান্দায় দরিদ্র মনিরের পরিবারকে প্রশাসনের সহায়তা

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০; সময়: ৭:১২ অপরাহ্ণ |
মান্দায় দরিদ্র মনিরের পরিবারকে প্রশাসনের সহায়তা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ঋণের চাপে হালের গরু বিক্রি করে দেওয়া দরিদ্র মনিরের পরিবারকে সহায়তা দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার সকালে কৃষি প্রণোদনা নিয়ে মনিরের বাড়িতে হাজির হন মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম। এগিয়ে এসেছেন বিত্তবানরাও। দরিদ্র মনির উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পারনুরুল্লাবাদ গ্রামের বাসিন্দা।

ক্রমাগত বন্যায় নি:স্ব হয়ে দরিদ্র মনির ঋণ শোধ করতে বিক্রি করেন হালের গরু। সেই থেকে গরুর বদলে প্রতিবন্ধী ছেলে মকলেছকে দিয়ে লাঙল টানেন চাষাবাদে। বঞ্চিত ছিলেন সরকারি প্রণোদনা থেকেও। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারের পর সেই প্রবীণ দরিদ্র চাষি মনিরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিত্তবানরাও। সহযোগিতার এ আশ্বাসে প্রাণ ফিরে পেয়েছে অসহায় মনিরের পরিবার।

স্থানীয়রা জানান, দরিদ্র মনিরকে সহযোগিতা করায় খুশি প্রতিবেশিরাও। বলছেন নদী ভাঙন এলাকায় অনেক মানুষ মানবেতর জীবন-যাপন করছেন। তাদেরও সহযোগিতার আহবান জানান তারা।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ স্যারের নির্দেশনায় দরিদ্র মনিরের পরিবারকে তাৎক্ষনিকভাবে সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে মনিরের বাড়ি গিয়ে প্রণোদনার ২০ কেজি গম, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সারসহ চার প্যাকেট করলাবীজ দেওয়া হয়। পর্যায়ক্রমে তাকে সবধরণের সহায়তা প্রদান করা হবে।

কৃষি প্রণোদনা বিতরণের সময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপসহকারি কৃষি কর্মকর্তা হাফিজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিকর্গ উপস্থিত ছিলেন।

 

  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে