মিম হত্যা বিচারের দাবীতে পত্নীতলায় মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০; সময়: ৩:০৯ অপরাহ্ণ |
মিম হত্যা বিচারের দাবীতে পত্নীতলায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় ইসলামিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের রিসিপশনিষ্ট তানিয়া আকতার মিম (২০) এর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাশিÍর দাবীতে মানববন্ধন করেছে পত্নীতলার সচেতন নাগরিক সমাজ।

শনিবার নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে এ মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক ও সাধারণ জনগণ সহ র্সবস্তরের লোকজন অংশগ্রহণ করে। এ সময় পত্নীতলা থানায় মামলা না নেয়া, পরিবারের লোকজনদের সাথে ভিকটিমের লাশ দেখতে না দেয়া, থানায় জোর করে পিতার স্বাক্ষর নেয়া সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাশিÍর দাবী করে বক্তব্য রাখেন তানিয়া আকতার মিমের মা শম্পা আকতার সহ অন্যান্যরা।

উল্লেখ্য গত ১৮ নভেম্বর পত্নীতলার নজিপুরে ইসলামিয়া ক্লিনিক এ- ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারে কর্মরত রিসিপশনিস্ট তানিয়ার আকতার মিমের ঝুলন্ত লাশ থানা পুলিশ উদ্ধার করে। মিম ধামইরহাট উপজেলার মইশড় গ্রামের মিজানুর রহমানের মেয়ে সে ১ বছর যাবৎ ওই ক্লিনিকে চাকুরী করতেন। পরিবারের দাবী তাকে ধর্ষণ করে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে চেয়ার চেষ্টা করছে ওই ক্লিনিকের মালিক।

মিমের মা আরও বলেন পত্নীতলা থানায় মামলা না নিলে তারা র্কোটে মামলা করেন এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ র্কমর্কতা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ বলেন এ ঘটনার সুষ্ঠ তদনÍ সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক, ভিকটিমের পরিবার সঠিক বিচার যেন পায়। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা ( ওসি) শামসুল আলম শাহ্ থানায় মামলা না নেওয়আ বা ভিকাটমের পরিবারের সাথে খারাপ আচরন করা এসব অভিয়োগ অ স্বীকার করেছেন।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে