‘নির্ধারিত সময়ের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে’

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০; সময়: ১:৩৪ অপরাহ্ণ |
‘নির্ধারিত সময়ের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে’

পদ্মাটাইমস ডেস্ক : নির্ধারিত সময়ের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে বলে আশাপ্রকাশ করেছেন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট সার্জি লাস্টোকিন।

শনিবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করতে গেলে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় ভাইস প্রসিডেন্ট প্রকল্পের বিভিন্ন তথ্য-উপাত্ত প্রতিমন্ত্রীকে তুলে ধরেন। তিনি রাশিয়া থেকে পাঠানো প্রকল্পের ভারি যন্ত্রপাতি পরিবহনে সহযোগিতার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রশংসা করেন। আগামীতে নৌপরিবহন মন্ত্রণায়ের আরো সহযোগিতা কামনা করেন সার্জি লাস্টোকিন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে কাজ করছি, আশা করছি সফল হবো।

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে