সোনামসজিদ স্থল বন্দরের উন্নয়ন বিষয়ে উদ্যোগ গ্রহণ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২০; সময়: ১১:০৫ পূর্বাহ্ণ |
সোনামসজিদ স্থল বন্দরের উন্নয়ন বিষয়ে উদ্যোগ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সোনামসজিদ স্থল বন্দরের উন্নয়ন বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দরের উন্নয়নের বিষয়ে স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি রপ্তানি কারকদের সাথে মতবিনিময় সভা করেন।

গত বৃহস্পতিবার পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডর ১৭ হাজার বর্গফুট ওয়্যারহাউসের উদ্বোধন করেন, চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি।

আরও উপস্থিত ছিলেন, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বাবুসহ পানামা পোর্ট লিংক লিমিটেডের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যবসায়ীদের পক্ষ থেকে সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণ, বাইপাস রাস্তা নির্মাণ, অবকাঠামোগত উন্নয়নের জন্য স্থলবন্দর চেয়ারম্যান তারিকুল ইসলাম কে অবহিত করা হলে তিনি তা বাস্তবায়নের জন্য আশা ব্যক্ত করেন।

এর আগে তারিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা সৈয়দ নজরুল ইসলাম। শ্রমিক লীগ নেতা মো. ওবায়দুল কাদেরসহ অন্যরাও ফুল দিয়ে বরণ করেন তারিকুল ইসলামকে।

সবশেষে জিকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের উদ্যোগে শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বালিয়াদীঘি গ্রামের ৮ জন নিহত শ্রমিক ও আহত শ্রমিকদের পরিবারকে আর্থিক ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেন, পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম চেয়ারম্যান। –

  • 60
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে