নলডাঙ্গায় নদীতে অবৈধ বাঁশের তৈরি স্থাপনা ইউএনওর অভিযান

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০; সময়: ৩:১৩ অপরাহ্ণ |
নলডাঙ্গায় নদীতে অবৈধ বাঁশের তৈরি স্থাপনা ইউএনওর অভিযান

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহনপুর দাঁড়ায় অবৈধভাবে গড়ে তোলা বাঁশের তৈরি স্থাপনায় অভিযান পরিচালনা করেন নলডাঙ্গার ইউ এন ও আব্দুল্লাহ আল মামুন।

বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে ৮০ টি বাশ ও খুঁটি মৎস্য অভয়াশ্রমেব্যবহারের জন্য নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় ও উদ্ধারকৃত জাল, বানা পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন নলডাঙ্গা উপজেলা মৎস্য অফিস। এ সময় নলডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন যে কোন ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

  • 120
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে