বড়াইগ্রামে যুবলীগের মানববন্ধন
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০; সময়: ১:৩৩ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের প্রতিবাদে যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বনপাড়া পৌর গেটে পাবনা-নাটোর মহাসড়কে ওই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিন। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া কলি, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, সম্পাদক মিজানুর রহমান, প্রধান শিক্ষক নাজমা রহমান, মোয়াজ্জেম হোসেন, কেএম জিন্নাহ, শফিক সরদার প্রমূখ।
3