মিলারদের প্রস্তাব নাকোচ খাদ্যমন্ত্রীর

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০; সময়: ১২:১২ অপরাহ্ণ |
মিলারদের প্রস্তাব নাকোচ খাদ্যমন্ত্রীর

জেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : লক্ষ্যমাত্রার মাত্র ২০ ভাগ চাল সরবরাহ করতে চান মিলাররা। একইসাথে ১৫ দিন সময় বাড়ানোর আবেদন করেন। কিন্তু তাদের এই আবেদনে সাড়া দেননি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মিলাররা চাল সরবরাহে কঠোর হলে! কঠোর হবে সরকার এমন হুশিয়ারী দিয়েছেন মন্ত্রী।

বিকেলে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আমন সংগ্রহের বিষয়ে কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী। এতে খাদ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খুনুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ।

বৈঠকে অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির সভাপতি লায়েক আলী, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদা। মিল মালিক নেতারা বিভিন্ন অজুহাত দেখিয়ে চালের দর বৃদ্ধির প্রস্তুাব দেন। এতে সাড়া না পেয়ে সংগ্রহ লক্ষ্যমাত্রার ২০ ভাগ চাল সরবরাহ ও ১৫ দিন সময় বাড়ানোর আবেদন করেন। কিন্তু সেই আবেদনও নাকোচ করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন- আমন ও বোরোতে ফলন খারাপ হয়নি। অবৈধ ভাবে মজুত করে চালের বাজার নিয়ন্ত্রনে চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। রেশনিং ব্যবস্থা চালু রাখতে দেড় লাখ মেট্রিক টন চাল আমদানীর টেন্ডার দেয়া হয়েছে। সংগ্রহে মিলাররা সহযোগিতা না করলে নীতি মালায় পরিবর্ন এনে প্রতিবেশী দেশ ভারতের ক্রয়নীতি অনুসরন করা হবে বলেন মন্ত্রী।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে