বদলগাছী উপজেলার ১৩ টি মন্দিরে অনুদান বিতরণ

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০; সময়: ১১:৫৭ পূর্বাহ্ণ |
বদলগাছী উপজেলার ১৩ টি মন্দিরে অনুদান বিতরণ

জেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলার ১৩ টি মন্দিরের পূজা উদযাপনের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বিকেলে স্ব-স্ব মন্দির পরিচালনা কমিটির কাছে চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির।

শারদীয় দুর্গোৎসব -২০২০ উদযাপন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বৃহত্তর রাজশাহী বিভাগের ট্রাস্টি শ্রী তপন কুমার সেন এর মাধ্যমে প্রেরিত বদলগাছী উপজেলার ১৩ টি মন্দিরের অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, বদলগাছী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দেবপ্রসাদ দেশমুখ্য, সাধারণ সম্পাদক বাবু বাসুদেব সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নওগাঁ জেলা কার্যালয়ের সহকারি প্রকল্প পরিচালক সাথী মজুমদার। এসময় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্র বদলগাছী উপজেলার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বদলগাছী উপজেলা মনিটরিং কমিটির মিটিং শেষে অনুষ্ঠিত হয় চেক বিতরণ।

  • 68
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে