নাটোরে নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০; সময়: ৪:০০ অপরাহ্ণ |
নাটোরে নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে নারীপক্ষ এবং দূর্বার নেটওযার্ক , আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।

পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে সংগঠন দুটি।বুধবার সাড়ে ১০টার দিকে নাটোর পুরাতন ঢাকা বাস্টেন কানাইখালী এলাকা নারীপক্ষ এবং দূর্বার নেটওযার্কের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশে নারী ও শিশুর উপর ধর্ষন ওযৌন সহিংসতা আশাঙ্কা জনক হারে বৃদ্ধি ও ন্যায়্য বিচার না হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেলা প্রশাসক বরাবর ৯ টি দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারীপক্ষ এবং দূর্বার নেটওযার্ক সভাপতি কামনুনাহার, অনিবার্ণ সংস্থার প্রভাতী বসাক, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর সদস্য সচিব নরেশ উরাও, পূজা উদযাপন কমিটির সমর পাল, সাথী এনজিও সিবলী সাদিক, মহিলা পরিষদ ছন্দারানী, দূর্বার নেটওযার্ক সদস্য মিসেস খাদিজা খানম ও হোসনেআরা প্রমুখ ।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে