পর্যটকদের জন্য খুললো উত্তরা গণভবন

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০; সময়: ১২:৫৫ অপরাহ্ণ |
পর্যটকদের জন্য খুললো উত্তরা গণভবন

পদ্মাটাইমস ডেস্ক : ইতিহাস ও ঐতিহ্যের ধারক নাটোরের উত্তরা গণভবন দীর্ঘ ২৭৯ দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। করোনা সংক্রমণের কারণে ভবনটি এতদিন পর্যটকদের জন্য পরিদর্শন বন্ধ ছিল।

সোমবার সকালে মন্ত্রী পরিষদ বিভাগের অনুমতিক্রমে জেলা প্রশাসনের নির্দেশে উত্তরা গণভবন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

সকাল ১১টার দিকে গণভবনের দ্বার উন্মোচন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। দ্বার উন্মোচনের পর জেলা প্রশাসন ও গণপুর্ত বিভাগের কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উত্তরা গণভবন পরিদর্শন করেন তিনি।

দর্শনার্থীদের জন্য উন্মুক্তের দিনেরই বিপুল পরিমান দর্শনার্থী উত্তরা গণভবনে প্রবেশ করেন। তবে মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে দর্শনার্থীদের। এছাড়া এক সঙ্গে ১০ জনের বেশি দর্শনার্থী উত্তরা গণভবনে প্রবেশ করতে পারবেন না বলেও জানান জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

গণভবনের প্রধান গেইটের সামনে পর্যটকদের জন্য হাত ধোয়াসহ স্যনিটাইজার ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে পর্যটকদের।

  • 78
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে