পুলিশকে মানুষের বন্ধু হতে হবে এমপি আব্দুল কুদ্দুস

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০; সময়: ১২:২৩ অপরাহ্ণ |
পুলিশকে মানুষের বন্ধু হতে হবে এমপি আব্দুল কুদ্দুস

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেছেন, পুলিশকে মানুষের বন্ধু হতে হবে। অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। দুষ্টের দমন, শিষ্টের পালন নীতিতে অটল থেকে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। উপজেলায় জঙ্গী তৎপরতা ও এসিড নিক্ষেপের মতো দুঃসাহসিক ঘটনার উদ্ভব হচ্ছে।

এ বিষয়ে সজাগ থাকতে হবে। বিদায়ী পুলিশ কর্মকর্তা তৌহিদুল ইসলামের কর্মময় জীবন সুন্দর ও সার্থকতা কামনা করেন তিনি। নাটোরে বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলামের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় বনপাড়া পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও পৌর সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তৌহিদুল ইসলামের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন ইউএনও জাহাঙ্গীর আলম, সহকরাী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম,

রাজশাহীর গোমস্থাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল কুদ্দুস প্রেস, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা ও প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু। বিদায়ী বক্তৃতায় তৌহিদুল ইসলাম সকলের দোয়া কামনা করেন।

তিনি পদোন্নতি পেয়ে গত ১৯ নভেম্বর রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। অনুষ্ঠানে বনপাড়া পৌর সভার কর্মকর্তা-কর্মচারী, থানার পুলিশ সদস্য ও এলাকার সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে