দিনদুপুরেই সড়কের গাছ কেটে নিচ্ছে চোরেরা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০; সময়: ৮:০৮ অপরাহ্ণ |
দিনদুপুরেই সড়কের গাছ কেটে নিচ্ছে চোরেরা

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদর থেকে ছাতিয়ানগ্রাম সড়কে লাগানো গাছগুলো দিনদুপুরে চুরি করে কেটে নিয়ে যাচ্ছে চোরেরা। গাছগুলো বন বিভাগের তালিকাভুক্ত না হওয়ায় তারা পদক্ষেপ নিতে পারছেন না। ফলে চোর চক্র সুযোগ পেলেই সাবাড় করছে সড়ক ঘেষা এসব গাছ।
সর্বশেষ গত শুক্রবার জুম্মার নামাজের সময় কাটা ৩টি গাছের মধ্যে ১টি গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। চোর চক্রটি বাঁকি ২টি গাছ স্থানিয় ‘ছ’ মিলে বিক্রি করে দিয়েছে বলে জানা গেছে। এর আগে এ কৌশলেই চক্রটি প্রায় ২০-২৫টি গাছ সাবাড় করেছে বলেও জানান তারা। গাছগুলো রক্ষায় এ পর্যন্ত কাউকে এগিয়ে আসতে দেখা যায় নি।

সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে বড়-ছোট গাছগুলোর দুটি সারি। গাছের সারিতে তিনটি কাটা গাছের গোড়া দেখা যায়। এতে দেখা যায় প্রকাশ্যেই কাটা হয়েছে গাছগুলো। এসময় স্থানিয়দের সাথে কথা বলে জানাযায়, গত শুক্রবার জুম্মার নামাজের সময় মানুষের আনাগোনা কম থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্রের ৪-৫ জন সদস্যরা দুপুরেই প্রকাশ্যে ৩টি মেহগনি গাছ কেটে ফেলেছে। এসময় তারা আরো ৪টি গাছ কাটার জন্য গাছের ডাল কেটে প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি স্থানিয় সচেতন মহল জানতে পেরে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে গাছ কাটার সরঞ্জাম রেখে চক্রটি পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে এসব সরঞ্জাম ও একটি কাটা গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পরের দিন শনিবার সকালে ওই চোর চক্রটির খড় দিয়ে ঢেকে রাখা গাছগুলো ভ্যানে করে ‘ছ’ মিলে বিক্রি করে দেন। থানার ওসি জালাল উদ্দীন জানান, গাছ চোর চক্র ও চক্রের সাথে জড়িতদের চিহিৃত করে গ্রেপ্তারে জোড় তৎপরতা চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন জানান, বিষয়টি তার জানা ছিলো না। অপরাধিদের আইনের আওতায় এনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ড দেয়া হবে।

  • 45
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে