রাণীনগর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতিক বরাদ্দ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০; সময়: ৬:৪২ অপরাহ্ণ |
রাণীনগর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতিক বরাদ্দ

মো: ওহেদুল ইসলাম মিলন, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আসন্ন উপ-নির্বাচনে তিন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে তিন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়।

এসময় রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু দলের মনোনীত প্রার্থী হওয়া তিনি নির্ধারিত প্রতিক নৌকা এবং রাণীনগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোসারব হোসেন ধানের শীষ প্রতিক বরাদ্ধ পেয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন নিয়েছেন মটরসাইকেল প্রতিক।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে গত ১৫ নভেম্বর জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট চার জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। গত ১৭ নভেম্বর বাছাইয়ে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ২৩ নভেম্বর প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রার্থীতা প্রত্যাহার করেনি। ফলে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়। আগামী ১০ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে