হাতির পিঠে বর, বরযাত্রী গাড়ি বহরে ঘোড়া-মহিষ ও গরুর গাড়ি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২০; সময়: ২:১১ অপরাহ্ণ |
হাতির পিঠে বর, বরযাত্রী গাড়ি বহরে ঘোড়া-মহিষ ও গরুর গাড়ি

পদ্মাটাইমস ডেস্ক : বাবার শখ তার ছেলে বিয়ে করবে রাজা-বাদশাদের মতোই হাতিতে চড়ে। সঙ্গে থাকবে ঘোড়া, মহিষ ও গরুর গাড়ি বহর। যেই ভাবনা, সেই কাজ। ঠিক এভাবেই মেহেরপুরের গাংনীতে ছেলের বিয়ে দিলেন এক বাবা।

হাতির পিঠে বর, আর ঘোড়া-মহিষ ও গরুর গাড়ি বহরে বরযাত্রী। এমন আয়োজনে গত শুক্রবার বিয়ে হয়েছে মেহেরপুরের গাংনী উপজেলায়। বাদশাহী কায়দার বিয়ে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায় রাস্তার দুপাশে।

ব্যতিক্রমী চিন্তা-ভাবনা থেকেই পারিবারিকভাবে এমন আয়োজন বলছেন, বর তুলিপ হোসেন। তথ্য প্রযুক্তির যুগে এ আয়োজনে বিস্মিত কনেও।

হারিয়ে যাওয়া ঐতিহ্যের অংশ হতে পেরে আনন্দিত আমন্ত্রিত অতিথিরাও। আর রূপকথার গল্প বাস্তবে রূপ নেয়ায় খুশি তরুণরা।

বরের বাবা জানালেন, ছেলে হাতিতে চড়ে বিয়ে করতে যাওয়ার শখের কারণেই এমন বিয়ে।

৩শ বরযাত্রী নিয়ে ছিলো আলোচিত এ আয়োজন।

  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে